ঈদ উপহার: রোটারী ক্লাব অব ঢাকা ফোর্ট ও রোটারী ক্লাব অব জামালপুর অপরাজেয়-বাংলাদেশ এর স্নেহা নিরাপদ আশ্রয়কেন্দ্রের শিশু কিশোরদের হাতে ঈদ উপহার হিসাবে নতুন পোষাক, ঈদ সেলামি ও ইফতার এর আয়োজন করেন। ক্লাব এর সকল সদস্য অপরাজেয়, জামালপুর শিশুদের কর্মমূখী শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।